ডিজিটাল মার্কেটিং কোর্স (ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং)

তথ্য প্রযুক্তির যুগে ট্রেন্ডিং টপিক এখন ডিজিটাল মার্কেটিং। গুগলের তথ্যমতে, প্রায় ৮৭% মানুষ যেকোনো কিছু কেনার আগে অ্যামাজন বা গুগলে সার্চ করে। নিজের ক্যারিয়ার ও ব্যবসায়িক সাফল্যের জন্য ডিজিটাল মার্কেটিং এখন তুমুল জনপ্রিয়। দক্ষ ডিজিটাল মার্কেটার হতে চাইলে ডিজিটাল প্ল্যাটফর্মে পারদর্শী হতে হবে। আর এ জন্য যা কিছু জানা প্রয়োজন তার সবই আছে এই কোর্সে।

কোর্স কারিকুলাম

সোশ্যাল মিডিয়া মার্কেটিং (এসএমএম)

  • ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, লিংকডইন মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, টুইটার মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, টিকটক মার্কেটিং, হোয়াটসঅ্যাপ মার্কেটিং, স্নাপচ্যাট মার্কেটিং।

সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান (এসইও)

  • ই-কমার্স এসইও, কোম্পানি এসইও, এফিলিয়েট মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, গুগল অ্যাডসেন্স, কীওয়ার্ড রিসার্চ।

মার্কেটপ্লেসঃ ফাইবার, আপওয়ার্ক।

কোর্স ফি ১০০০০ টাকা,

ক্লাসঃ সপ্তাহে ৩দিন, কোর্সের সময়ঃ ৩মাস, প্রতিদিন ১.৩০ ঘন্টা।